আমি সুনাগরিক হতে চাই
ভূমিকা : রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হলো নাগরিক। নাগরিক ব্যতীত রাষ্ট্রের গঠন কার্যত অচল। নাগরিক তার নাগরিকত্বের দাবিতে রাষ্ট্র থেকে কতিপয় অধিকার ভোগ করে এবং কর্তব্য পালন করে। এক্ষেত্রে রাষ্ট্রের জন্য নাগরিক কাম্য, তবে সুনাগরিক অধিকতর কাম্য। কারণ সুনাগরিক রাষ্ট্রের সম্পদ। একমাত্র সুনাগরিকই পারে রাষ্ট্রের জন্য সমগ্র কিছু ত্যাগ করে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করতে। তাই সকলের … Read more